ফাগুনের আহ্বানে আমাদের মন ভুলানো ফাগুন আজ কড়া নাড়ছে দ্বারে দ্বারে—হরেক রকম ডালা সাজিয়ে আসবে ফাগুন । কখনো রাঙ্গা শিমুল বা কিংশুক। হাল্কা রোদ-শীতের মিষ্টি মিলনমেলায় সকালে সকলের গায়ে থাকবে হলুদ বাসন্তীর শাড়ী, চুলে গোঁজা হলুদ গাঁদা ফুল বা জারবেরা।এ যেন বাংলার শত- সহস্র বছরের আদি গন্ধ সে এক আদি রুপ বারবার ফিরে ফিরে আসে ।
ফাল্গুন উদ্জাপিত হোক দেশি শাড়ী জামদানিতে।দেশের সম্পদের ব্যবহার বাড়ুক, দেশের অর্থ দেশে থাকুক,বেঁচে থাকুক তাঁত শিল্প।